লালগোলা থেকে ট্রেনে শিয়ালদা যেতে সময় লেগে যায় প্রায় সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। প্রতিদিন মুর্শিদাবাদ, নদিয়া জেলার বহু এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ ট্রেনে কলকাতায় আসেন। যার মধ্যে রয়েছেন বহু সংখ্যক রোগী। তারা চিকিৎসার জন্য কলকাতায় আসেন। তবে বর্তমানে এই ট্রেন পথে বেশ কিছু অসুবিধা দেখা দিয়েছে। কারণ আগে এই রুটে শুধু মেমু আর এক্সপ্রেস ট্রেন চলত। তবে এখন এসবের পাশাপাশি ইএমইউ ট্রেন চলছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং যাত্রীদের। বিশেষ করে শৌচকর্মের জন্য তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এনিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন যাত্রীরা। সেই কথা মাথায় রেখেই এবার রানাঘাটে শিয়ালদা-লালগোলা ইএমইউ ট্রেন ৫ থেকে ২০ মিনিট দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
আরও পড়ুন: শনিবার ১০ ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে, শিয়ালদা–লালগোলা লাইনে ভোগান্তির শঙ্কা
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর জানিয়েছেন, লালগোলা- শিয়ালদহ ইএমইউ ট্রেনগুলিই শুধু রানাঘাট স্টেশনে ৫ থেকে ১০ মিনিট দাঁড়াবে। যাত্রীদের শৌচকর্মের সুবিধার জন্য এই।সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, উন্নয়নের জন্য ইএমইউ চালু হয়েছে। যেহেতু বিকল্প কিছু করার নেই তাই রানাঘাটে বেশিক্ষণ ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধা খুব বেশি কমবে না বলেই মনে করছেন অনেকে।
এদিকে, বিশ্বমানের হতে চলেছে রানাঘাট স্টেশন। এনিয়ে সম্প্রতি রেলের আধিকারিকরা আলোচনায় বসেছিলেন। সিদ্ধান্ত হয়েছে অমৃত ভারত প্রকল্পের অধীনে রানাঘাট ইয়ার্ড পুনর্গঠন, স্টেশন আধুনিকীকরণ, কল্যাণী-রানাঘাট তৃতীয় লাইন প্রকল্প এবং উন্নয়নে অন্যান্য কাজ করা হবে। বৈঠকে এই রেল স্টেশনকে বিশ্বমানের রূপান্তর করার জন্য বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।