কলকাতা থেকে ঝাঁসি পর্যন্ত ছুটবে সুপারফাস্ট স্পেশাল ট্রেন। ৩০ জুলাই থেকে চালু হয়ে যাচ্ছে এই ট্রেন পরিষেবা। সম্পূর্ণ রিজার্ভেশনে এই সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা থেকে যাত্রীদের জন্য ট্রেনের আসন সংরক্ষণে বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যাত্রীরা আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যম ছাড়াও স্টেশনের টিকিট কাউন্টার থেকেও এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও তৎকালেও বুকিং করতে পারবেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, সুপারফাস্ট স্পেশাল ট্রেন হওয়ার সত্ত্বেও পকেট টান পড়বে না সাধারণ মানুষের। কারণ, এই স্পেশাল সুপারফাস্ট ট্রেনের ভাড়া মানুষের নাগালের মধ্যেই রেখেছে রেল কর্তৃপক্ষ। অন্যান্য আর পাঁচটি সাধারণ মেল এক্সপ্রেস ট্রেনের টিকিটের তুলনায় এই টিকিটের দামও একই থাকছে। কবে থেকে এবং কখন সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন সাধারণ মানুষের জন্য ছুটবে -রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে প্রত্যেক শুক্রবার ঝাঁসি-কলকাতা রুটের ০১১০৬ নম্বরের এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চলবে। এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা নাগাদ ঝাঁসি থেকে ছাড়বে। আবার পরের দিন রাত ৯টা ৫ মিনিট নাগাদ কলকাতা ঢুকে যাবে।আবার কলকাতা থেকে ঝাঁসি যাওয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেন চলবে প্রত্যেক রবিবার। এই ট্রেনটি সকাল ৭টা ৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ঝাঁসি পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই সুপারফাস্ট বড় বড় জংশনে থামবে। দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে পাটনা জংশন ছাড়াও আসানসোলে এসে ট্রেনটি থামবে।