৩০শে এপ্রিল দিঘার জগন্নাথধামের উদ্বোধন করা হবে। একেবারে সাজো সাজো রব। মুখ্য়মন্ত্রী এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই দলে দলে ভক্তরা আসতে শুরু করেছেন। আলোয় আলো চারদিক। চন্দননগর থেকে গিয়েছেন আলোক শিল্পীরা। একেবারে অন্যরকম দিঘা। কেমন লাগছে দিঘার জগন্নাথ মন্দির দেখে?
সর্বভারতীয় তৃণমূলের তরফে একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে কে কী বলছেন জগন্নাথধাম দেখে।
এক মহিলা বলেন, অনেকদিন ধরে এক্সাইটেড আছি। কবে খুলবে মন্দিরটা। এবার খুলবে। এবার খুব আনন্দ। বলেন এক মহিলা। অপর একজন বলেন, মন্দিরটা খুব ভালো হয়েছে। অপর এক মহিলা বলেন, মিস্ত্রিদের কাজ তো একেবারে দেখার মতো। সত্যি মানে এত সুন্দর যে করেছে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে যারা ব্যবসা করছে, টোটো চালাচ্ছে তাদের জন্য আনন্দের বিষয়। রোজগার বাড়বে। অপর একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমার এখানে ব্যবসা হয়ে গেছে প্রায় চার বছর। মন্দির উদ্বোধন হচ্ছে। খুব ভালো লাগছে। ব্যবসা বাড়বে। অপর একজন বলেন, প্রতিষ্ঠানটি খুব সুন্দর করেছে। উদ্বোধনের দিন আসার ইচ্ছা আছে। দিঘার একটা আলাদা মাধুর্য্য হচ্ছে। এমন একটা জায়গায় দিঘাতে হচ্ছে আমরা আপ্লুত।
কার্যত একেবারে বদলে গিয়েছে দিঘা। জগন্নাথ ধাম উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব। প্রচুর খরচ করে অনুষ্ঠান করা হচ্ছে। ইতিমধ্য়েি তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। পদস্থ আধিকারিকরা যাচ্ছেন এলাকায়। মন্ত্রীরাও যাচ্ছেন। কোথাও যাতে কোনও ত্রুটি না হয় সেটা দেখা হচ্ছে পুরোদমে।