পূর্ব বর্ধমানের গ্রামের বাসিন্দা রেণু খাতুনের ডান হাত কেটে দিয়েছিল তার স্বামী। রেণুর কাটা হাত কি জোড়া লাগানো যাবে? সেটাই এখন প্রশ্ন। সাধারণত শরীরের কোনও অঙ্গ কেটে গেলে বা বিচ্ছিন্ন হয়ে গেলে অনেক ক্ষেত্রেই তা জোড়া লাগানো সম্ভব। কিন্তু, রেণুর ক্ষেত্রে তা আদৌও সম্ভব হবে নাকি তাকে সারা জীবন হাত কাটা অবস্থায় থাকতে হবে সেটাই ভাবছে তার পরিবার। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রেণু। সরকারি চাকরি পাওয়ার আগে তিনি সেই হাসপাতালে নার্সের কাজ করতেন। তবে চাকরি পাওয়ার পর তিনি হাসপাতালের নার্স থেকে ইস্তফা দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রেণুর স্বামী শের মহাম্মদ শেখ ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কব্জি কেটে দিয়েছিল। প্রথমে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার ৪৮ ঘণ্টা সময় কেটে গিয়েছে। ফলে এই অবস্থায় তার হাত জোড়া লাগানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও এ বিষয়ে প্লাস্টিক সার্জারির চিকিৎসক অনুপম গোলাস জানান, ‘কাটা হাতটিকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে তার ওপরে নির্ভর করছে হাত জোড়া লাগানো যাবে কিনা। যদি ঠিকমতো সংরক্ষণ করা না হয় এবং তাতে যদি পচন ধরে তাহলে কোনওভাবে তা জোড়া লাগানো সম্ভব নয়।’