কেন দলীয় কর্মীদের চাকরি পাওয়া নিয়ে তৃণমূল নেতাদের এক সুর?
'কোটায় চাকরি দেওয়া' দেওয়া নিয়ে প্রয়াত বাবা কমল গুহকে টেনেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। রবিবারও নিজে মতে অনড় থেকে জানিয়েছেন দিলেন, সুযোগ পেলে তাঁর দলের ছেলেদের এখনও চাকরি দেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতা বলেন, 'বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত। ফরওয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসেবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স (কার্যকরী) করতে হয়েছে। বাবার মৃত্যুর পর জেলা সম্পাদক (ফরওয়ার্ড ব্লকের) থাকাকালীন আমিও সেই লিস্ট এনডোর্স করেছি। যোগ্যরা বঞ্চিত হচ্ছে জেনেই দলের স্বার্থে দলীয় কর্মীদের চাকরি দিতে হয়েছে।'
তিনি এখন তৃণমূল নেতা, মন্ত্রীও। তবে সেই 'পদ্ধতি' যে এখনও অব্যাহত আছে, তা জানিয়ে উদয়ন বলেন, 'সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমিও মন্ত্রী হিসেবে ৩ জনকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করেছি।'
এর আগে কার্যত একই মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে তিনি এবিপি আনন্দকে বলেন, '৩৪ বছর ধরে সিপিএম একতরফা যা খুশি তাই করেছে। দিল্লিতে বিজেপি এখন একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের কর্মীরা চাকরি পাবে না, তা তো হতে পারে না। আমি সুযোগ পেলে আবার তৃণমূল কর্মীদের চাকরি দেব।'