ক্লাব বিশ্বকাপের ম্যাচের আগে ফিফার তরফে শ্রদ্ধার্ঘ্য জানানো হল প্রয়াত দিয়োগো জোটা এবং তাঁর ভাইয়ের উদ্দেশ্যে। স্পেনের জামোরা শহরে দুই ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে পুড়ে যায়, তাতেই প্রাণ হারাল লিভারপুলের তারকা স্ট্রাইকার জোটা এবং তাঁর ছোট ভাই। আল হিলাল বনাম ফ্লুমিনেন্সের ম্যাচ ছাড়াও ব্রাজিলের পালমেইরাস বনাম চেলসির ম্যাচেও ফিফার তরফে শ্রদ্ধা জানানো হয় দুই ফুটবলারের উদ্দেশ্যে।
চেলসি বনাম পালমেইরাসের ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়, পাশাপাশি ফুটবলাররা কালো আর্ম ব্যান্ড পড়ে মাঠে নামেন। চেলসির পর্তুগিজ ফুটবলার পেদ্রো নেতো দুই সতীর্থ প্রয়াত আন্দ্রে এবং জোটার নামের জার্সি হাতে মাঠে নামেন। এনজো ফার্নান্দেজ সেই জার্সি ধরে দাঁড়ান নেতোর সঙ্গে।
গত মাসেই দীর্ঘদিনের বান্ধবির সঙ্গে বিয়ে সেড়েছিলেন জোটা, কিন্তু ১৪ দিনও কাটার আগে তাঁর দুর্ঘটনায় প্রাণ গেল। এদিকে পেনাফিলের হয়ে খেলতেন আন্দ্রেস সিলভা। এই ম্যাচে ২-১ গোলে পালমেইরাসকে হারাল চেলসি। ম্যাচের ১৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দিয়েছিলেন কোল পালমার। কিন্তু আগামী মরশুমে চেলসিতে যোগ দিতে চলা ১৮ বছর বয়সী এস্তাভিও ম্যাচে সমতায় ফেরান পালমেইরাসকে। ৫৩ মিনিটে ফলাফল ১-১ করেন তিনি।
এরপর ম্যাচের শেষ লগ্নে ৮৩ মিনিটের মাথায় মালো গুসতোর নেওয়ার শট ডিফ্লেক্ট হয়ে গোলে ঢুকে যায়। গোলটি আত্মঘাতি গোল হিসেবে আখ্যা দেয় ফিফা। আর সেই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে চেলসি। তাঁরা সেমিফাইনালে পৌঁছে গেল। ম্যাচে ৬৫ শতাংশের বেশি বল পজিশন ছিল চেলসির দখলে। শুধু তাই নয়, মোট ১৯টি শটও তাঁরা নেন। যার মধ্যে ৬টি ছিল গোলমুখে। ফলে আরও বেশি গোলেই জেতা উচিত ছিল এনজো ফার্নান্দেজদের।
মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলতে নামবে চেলসি। আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এবারের সেমিতে তিনটি দলই ইউরোপের একটি ব্রাজিলের। আজ রাতে পিএসজি বনাম বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ডের খেলা রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।