বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Chemistry Exam Review: উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি প্রশ্ন কি কঠিন হয়েছে নাকি সহজ? ব্যাখ্যা করলেন শিক্ষক
পরবর্তী খবর
HS 2023 Chemistry Exam Review: উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি প্রশ্ন কি কঠিন হয়েছে নাকি সহজ? ব্যাখ্যা করলেন শিক্ষক
HS 2023 Chemistry Exam Review: উচ্চমাধ্যমিকে আজ কেমিস্ট্রি বা রসায়ন পরীক্ষা হল। এবার কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্ন সার্বিকভাবে সহজ এসেছে বলে মত শিক্ষকদের। তাঁদের মতে, কয়েকট প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে বলে মতে হতে পারে। বাকি প্রশ্ন একদম সহজ হয়েছে।
আজ উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের আরও একটি পরীক্ষা শেষ হল। কেমিস্ট্রি বা রসায়নের শিক্ষকদের মতে, এবার উচ্চমাধ্যমিকে সার্বিকভাবে প্রশ্ন ভালো এসেছে। তেমন ঘুরিয়ে কোনও প্রশ্ন আসেনি। মোটামুটি ৬০-৬৫ নম্বরের মতো প্রশ্ন একদম সহজ এসেছে। পরীক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতার পরিচয় নেবে পাঁচ থেকে আট নম্বরের প্রশ্ন। সার্বিকভাবে পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবেন বলেই আশা করেছেন শিক্ষকরা।
কেমিস্ট্রির এমসিকিউ প্রশ্ন এসেছে?
নসিবপুর হাইস্কুলের কেমিস্ট্রির শিক্ষক অতনু পাল বলেন, 'উচ্চমাধ্যমিকে কেমিস্ট্রি বা রসায়নে মোট ১৪ টি এমসিকিউ থাকে। দু'চারটে এমসিকিউ একটু ঘুরিয়ে এসেছে। একেবারে সহজই এসেছে বাকিগুলি। সার্বিকভাবে এমসিকিউ প্রশ্ন কোনও সমস্যা নেই।'
কেমিস্ট্রির কোন ভাগের প্রশ্ন কেমন এসেছে?
নসিবপুর হাইস্কুলের রসায়নের শিক্ষকের কথায়, ‘উচ্চমাধ্যমিকে কেমিস্ট্রিতে মোট তিনটি অংশ ভাগ থাকে - ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, ইন-অর্গ্যানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে একেবারে সহজ প্রশ্ন এসেছে। পরীক্ষার্থীরা ১০০ শতাংশ কমন পাবে। ইন-অর্গ্যানিক কেমিস্ট্রি থেকেও একেবারে সহজ প্রশ্ন এসেছে।’
তিনি আরও বলেন, 'এবার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে দু'একটি প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। পাঁচ নম্বর পূর্ণমানের অনেকগুলি প্রশ্ন ছিল। পরীক্ষার্থীরা একটি বা দুটি ভুল করতে পারে। কিন্তু বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যদি সেই প্রশ্নের উত্তর দেয়, তাহলে খুব একটা কঠিন হবে না।'
সার্বিক প্রশ্ন কেমন এসেছে?
নসিবপুর হাইস্কুলের রসায়নের শিক্ষক বলেন, 'মোটের উপর বলা যায়, কেমিস্ট্রিতে ৭০ নম্বরের মধ্যে ৬০-৬৫ নম্বর খুবই সহজ এসেছে। পাঁচ থেকে আট নম্বর একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে। ভালো পড়ুয়া অর্থাৎ যারা বুঝে পড়াশোনা করেছে এবং যাদের ধারণা পরিষ্কার, তাঁরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করছি, পড়ুয়ারা ভালো রেজাল্ট করবে। কারণ সার্বিকভাবে প্রশ্ন ভালো এসেছে।'
নব নালন্দা হাই স্কুলের রসায়নের শিক্ষক অরিজিৎ সাধুখাঁ বলেন, ‘এবারে পুরো সিলেবাসে পরীক্ষা হলেও প্রশ্ন খুব সোজা হয়েছে। প্রশ্ন এতটাই সোজা হয়েছে সবরকম পড়ুয়াই সহজে উত্তর লিখতে পারবে। এমনকী অঙ্কের অংশ থেকেও প্রশ্ন সহজ হয়েছে। বইয়ের প্রশ্নই তুলে এসেছে। শেষ পাঁচ বছরের প্রশ্ন উত্তর করে গেলে পড়ুয়াদের কোনও সমস্যা হওয়ার কথাই নয়।’
ঘাসিয়াড়া বিদ্যাপীঠের রসায়নের শিক্ষক তীর্থঙ্কর মাইতি বলেন, 'প্রশ্ন খুব সহজ হয়েছে। সবকটি প্রশ্নই কমন এসেছে। ভালো নম্বরই উঠবে পড়ুয়াদের। সাধারণ মানের পড়ুয়াদেরও উত্তর লিখতে অসুবিধা হবে না। তবে একটা প্রশ্নে ছোট্ট ভুল ছিল - বেরিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা হল Ba(OH)2। কিন্তু প্রশ্নে BA(OH)2 দেওয়া হয়েছে। তবে আশা করি পড়ুয়াদের এটি বুঝতে অসুবিধা হয়নি।'
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন বিষয়ের প্রশ্ন কেমন এসেছে?
HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।