ভিখারির বেশে বাড়িতে ঢুকে বধূর পেটে লোহার রড ঢুকিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনা হাওড়ার সাঁকরাইলের মাকুয়া এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। গৃহকর্তা সৌরভ নস্করের দাবি, ৫ লক্ষ টাকার গয়না ও নগদ ৫০ হাজার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।আক্রান্ত বধূ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ বাড়িতে একাই ছিলেন তিনি। তখন বাড়িতে আসেন ২ সন্ন্যাসী। তারা বধূর কাছে জল খেতে চান। জল আনতে তিনি বাড়ির ভিতরে ঢুকতেই পিছন পিছন ঢুকে পড়ে ২ সন্ন্যাসী। এর পর বধূর গলায় প্রথমে ছুরি চেপে ধরে তারা। আলমারির চাবি চায়। বধূ চাবি দিতে অস্বীকার করলে তাঁর পেটে লোহার রড ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। এর পর আলমারি খুলে গয়না ও নগদ লুঠ করে। ডাকাতরা বাড়ি ছাড়ার পর বধূর আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় গৃহকর্তাকে। বধূকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।