কয়েকদিন আগে কোন্নগর স্টেশনে বেআইনিভাবে হকারি করার জন্য কয়েকজনকে বাধা দেওয়া হয়েছিল। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে বালি স্টেশনে বিক্ষোভ দেখায় হকাররা। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে হকারদের জয় বাংলা স্লোগান দিতে দেখা যাচ্ছে।
বালি স্টেশন।
হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। তার দুদিন আগেই হকারদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বালি স্টেশন। অভিযোগ হঠাৎ করে ইউনিয়নের সমর্থকরা বালি স্টেশনে ঢুকে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে এবং আইআরসিটিসি অনুমোদিত দোকানগুলিতে ভাঙচুর চালায়। ঘটনাটি ঘটেছিল গত ১৪ সেপ্টেম্বর। তারা দোকান ভাঙচুর চালানোর পাশাপাশি বালি স্টেশনে বিক্ষোভ দেখায় এমনকী আইআরসিটিসির দোকানে লুটপাট চালায় বলেও অভিযোগ।
রেল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কোন্নগর স্টেশনে বেআইনিভাবে হকারি করার জন্য কয়েকজনকে বাধা দেওয়া হয়েছিল। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে বালি স্টেশনে বিক্ষোভ দেখায় হকাররা। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে হকারদের জয় বাংলা স্লোগান দিতে দেখা যাচ্ছে। এরপর হঠাৎ বালি স্টেশন উত্তপ্ত হয়ে ওঠে। আইআরসিটিসি অনুমোদিত দোকানগুলিতে ভাঙচুর চালাতে শুরু করে হকাররা। এমনকী জিনিসপত্র লুট করে তারা। এই ঘটনার ভিত্তিতে মামলা রুজু করেছে জিআরপি।কয়েকজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।
প্রসঙ্গত, কোন্নগর স্টেশনে হকার উচ্চদের প্রতিবাদে গত শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া স্টেশন। হাওড়ার ৫ নম্বর প্লাটফর্মে বিক্ষোভ অবরোধ দেখান হকাররা। তাদের উঠিয়ে দিতে গেলে আরপিএফের সঙ্গে হকারদের বচসা বাঁধে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আরপিএফের সঙ্গে হকারদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ লাঠিচার্জ করে। পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনার পরে হাওড়া স্টেশনে পৌঁছন সাংসদ প্রসুন বন্দোপাধ্যায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। তবে রেলের তরফে জানানো হয় হকাররা বেআইনিভাবে জায়গা দখল করেছিল বলে তাদের উচ্ছেদ করা হয়েছে। আগামী দিনে এই উচ্ছেদ অভিযান চলবে।