বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Probe against Omprakash Mishra: ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আলোড়ন
পরবর্তী খবর
Probe against Omprakash Mishra: ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আলোড়ন
এখানে আসার পর কালো পতাকা দেখতে হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এমনকী গো–ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল। এবার সেটারই প্রতিশোধ নিলেন বড়লাট বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতারা। শিক্ষামন্ত্রী আগেই অভিযোগ তুলেছিলেন, শিক্ষা দফতর এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে একের পর এক পদক্ষেপ করছেন রাজ্যপাল।
রাজ্যপাল সিভি আনন্দ বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গে পা রাখার পর থেকে একের পর এক মন্তব্যে এবং কাজে আলোড়ন পড়ে গিয়েছে। তাঁর পড়ুয়া–উপাচার্যের তত্ত্ব আগেই বিতর্কের সৃষ্টি করেছিল। এবার তৃণমূল কংগ্রেস নেতা তথা অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতার হওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। তখন বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে পরিচালন সবটাই তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই তদন্তভার রাজ্যপাল তুলে দিয়েছেন এখন যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য আছেন।
ইতিমধ্যেই শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য–সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, গত অগস্ট মাসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসের যান সিবিআই অফিসাররা। তখন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের সরকারি আবাসনে তল্লাশি এবং সুবীরেশকে জেরা করা হয়। তারপর ১৯ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যকে। এখন শিক্ষা দফতরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রাজ্যপালের। নানা বিষয়ে মতপার্থক্য সামনে আসছে। উপাচার্য নিয়োগ ইস্যু তার মধ্যে অন্যতম। সেখানে রাজ্যপালের এই নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে ওমপ্রকাশ মিশ্র তিন মাস দায়িত্বে ছিলেন। তখন রাজ্য সরকারের সুপারিশ মেনে নিয়োগে অনুমতি দিয়েছিলেন আচার্য। তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য থাকাকালীন ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ওঠে। সেইসব অভিযোগেরই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে বেশ কয়েকজন উপচার্যের সঙ্গে বৈঠক করে রাজ্যপাল। যাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের রায় রাজ্যপালের পক্ষে যাওয়ায় তাঁদের বকেয়া মিটিয়ে দিতে হবে।
আর কী জানা যাচ্ছে? এখানে আসার পর কালো পতাকা দেখতে হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এমনকী গো–ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল। এবার সেটারই প্রতিশোধ নিলেন বড়লাট বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতারা। শিক্ষামন্ত্রী আগেই অভিযোগ তুলেছিলেন, শিক্ষা দফতর এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে একের পর এক পদক্ষেপ করছেন রাজ্যপাল। আর তা নিয়েই শিক্ষামন্ত্রী–রাজ্যপাল দ্বন্দ্ব শুরু হয়। রাজ্যপালের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জোর চর্চা শুরু হয়েছে।