বহু রাইস মিল সরকারের কাছ থেকে ধান নিয়ে তা থেকে উৎপাদিত চাল রাজ্য সরকারকে দিয়ে থাকে। কিন্তু, অনেক ক্ষেত্রে রাইস মিলগুলির বিরুদ্ধে সরকারকে চাল দেরি করে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে এবার সেই সমস্ত রাইস মিলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে খাদ্য দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান থেকে উৎপাদিত চাল রাজ্য সরকারকে না দিলে সেক্ষেত্রে রাইস মিলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী কালো তালিকাভুক্তও করা হতে পারে রাইস মিলগুলিকে। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।
আরও পড়ুন: ন্যায্য মূল্যে ধান কেনা নিয়ে কোটি টাকার দুর্নীতি! সিল করে দেওয়া হল রাইস মিল
জানা গিয়েছে, সরকারের কাছে ধান নিয়ে তা থেকে উৎপাদিত চাল সরকারকে দিতে এক মাস দেরি করেছে একাধিক মিল। তাদের খারিফ মরশুমে বেশি পরিমাণে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। সাধারণত রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, ৫০০ টন ধানের জন্য ২৫ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি সরকারের কাছে জমা করতে হয়। কিন্তু, সেক্ষেত্রে এক মাস দেরি হলে সেই ব্যাঙ্ক গ্যারান্টি সমপরিমাণ ধানের ক্ষেত্রে হয়ে যাবে ৩৫ লক্ষ টাকা।
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর খাদ্য দফতর ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাইস মিল গুলিকে ধান থেকে উৎপাদিত চাল জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু রাইস মিল চাল রাজ্য সরকারকে দিলেও বহু রাইস মিল এখনও চাল রাজ্য সরকারকে জমা দেয়নি বা দিতে দেরি করেছে। ২২টি রাইস মিলের কাছে রাজ্য সরকারের ১৩,৬৩৩ টন চাল পাওয়ার কথা ছিল। কিন্তু একাধিক রাইস মিল তা দিতে দেরি করায় এখনও রাজ্য সরকার সেই পরিমাণ চাল পায়নি। এই অবস্থায় অক্টোবরের মধ্যে রাইস মিলগুলি রাজ্য সরকারকে চাল দিলে সেক্ষেত্রে তাদের ব্যাঙ্ক গ্যারান্টি বেশি পরিমাণ জমা দিতে হবে