ওড়গ্রামে পরপর তিনটি কালীমন্দির থেকে সব মিলিয়ে ১৭ ভরি সোনা এবং ৫ কেজি ১০৪ ভরি রুপোর গহনা চুরি হয়েছে। এই ঘটনার পরে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। একইসঙ্গে মায়ের অঙ্গসজ্জা থেকে এত পরিমাণ সোনা–রুপোর গহনা চুরি হয়ে যাওয়ায় শোকাহত গ্রামবাসীরা।
কালী মন্দিরের লক্ষাধিক টাকার গহনা চুরি: প্রতীকী ছবি
কালীপুজো শেষ হতে না হতেই একই এলাকায় একাধিক কালীমন্দিরে চুরির ঘটনা ঘটল। সবমিলিয়ে তিনটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সেখান থেকে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা চুরি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ওড়গ্রামে। তিনটি মন্দিরই হল শতাব্দী প্রাচীন। বিগত কয়েক দশকে এই সমস্ত মন্দিরগুলিতে চুরির ঘটনা ঘটেনি। ফলে স্বাভাবিকভাবে মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়গ্রামে পরপর তিনটি কালীমন্দির থেকে সব মিলিয়ে ১৭ ভরি সোনা এবং ৫ কেজি ১০৪ ভরি রুপোর গহনা চুরি হয়েছে। এই ঘটনার পরে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। একইসঙ্গে মায়ের অঙ্গসজ্জা থেকে এত পরিমাণ সোনা–রুপোর গহনা চুরি হয়ে যাওয়ায় শোকাহত গ্রামবাসীরা। জানা গিয়েছে, ওড়গ্রামে নতুন পাড়ায় শতাব্দী প্রাচীন বড়মা মন্দির থেকে প্রতিমার গায়ে থাকা ৫ ভরি সোনা এবং ১০০ ভরি রুপোর গহনা চুরি হয়েছে। এছাড়া ওড়গ্রামের রায়পাড়ায় ক্ষেপীমা এবং ছোটমা’র মন্দির থেকে যথাক্রমে ১০ ভরি সোনা, ৫ কেজি রুপোর গহনা এবং ১ ভরি সোনা ও ৪ ভরির রুপোর গহনা চুরি হয়েছে। স্থানীয়রা এদিন সকালে মন্দিরে যেতেই দেখেন ঠাকুরের গায়ের গহনা গায়েব রয়েছে। খবর ছড়িয়ে পড়তে হইচই পড়ে যায় গোটা গ্রামে।