অনলাইনের ব্যবহার যত বাড়ছে ততই সাইবার প্রতারণাও বেড়ে চলেছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নামে, কখনও বা টিকিট বুকিংয়ের নামে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এবার অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানায় ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ জানিয়েছেন। এছাড়া, কলকাতাতেও এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বিহারি অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে প্রতারিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমরি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ২২ মার্চ ইন্টারনেট সার্চ করেন। সেখানে একটি ওয়েবসাইটে আমরি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের নাম খুঁজে পান। সেখানে ফোন নম্বর দেওয়া ছিল। সেই নম্বরে তিনি ফোন করেন। যদিও সেই সময় কেউ ফোন ধরেনি। পরে একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে প্রসেনজিতের কাছে। ফোনের ওপারের ব্যক্তি প্রসেনজিৎ বাবুকে জানান চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট পাওয়ার জন্য ইউপিআইয়ের মাধ্যমে ১০ টাকা পাঠাতে হবে। যদিও সেই সময় টাকা পাঠাতে পারেননি প্রসেনজিৎ বাবু। পরের দিন সকালে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ টাকা কাটা যায়। তারও পরে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রথমে তিনি আমরি হাসপাতালে ফোন করেন। কিন্তু, সেখানে জানিয়ে দেওয়া হয় কোনও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি। ঘটনায় তিনি হলদিয়া থানায় অভিযোগ জানান।