‘মাত্র’ ৫২০ মিটারের একটি অংশকে ঘিরে যে কতটা আবেগ থাকতে পারে, আজ সেই প্রমাণ মিলল। ভারতে প্রথমবার নদীর তলা দিয়ে মেট্রো দৌড়ানোর পর আবেগের বিস্ফোরণ হল। তবে আজ গঙ্গার তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে পৌঁছালেও বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমজনতার জন্য এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর দ্বার কিছুটা পরে খোলা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ট্রায়াল রান (টেস্ট রান) শুরু হবে। ট্রায়াল রানের পর ওই অংশের সুরক্ষা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষামূলক দৌড় এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেতে সাত মাসের মতো লাগবে।
কবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে? মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আগামী ডিসেম্বরেই বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সেটা কীভাবে সম্ভব হবে?
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এখন এপ্রিল চলছে। ট্রায়াল রান ও সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র পেতে নভেম্বর হয়ে যাবে (সাত মাস লাগবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ)। আর যেহেতু এই বছরের মধ্যেই পরিষেবা শুরুর পরিকল্পনা করা হয়েছে, তাই সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে (৪.৮ কিলোমিটার) বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
বুধবার প্রথম রেকে করে হাওড়া ময়দানে আসার পর মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বলেন, ‘শীঘ্রই (এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত) ট্রায়াল রান (টেস্ট রান) শুরু হবে। ট্রায়াল রান এবং সেফটি সার্টিফিকেট (কমিশনার অফ রেলওয়ে সেফটি) পেতে সাত মাসের মতো লাগবে। তারপর আমরা নিয়মিত পরিষেবা শুরু করতে পারব।’ পরে মেট্রো ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি এতটাই জটিল যে নির্দিষ্টভাবে কোনও তারিখ জানানো হচ্ছে না। তবে তাঁরা অক্টোবরেই বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চাইছেন বলে জানিয়েছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার।
গঙ্গার নীচের অংশ কতটা?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গঙ্গার নীচ দিয়ে ৫২০ মিটারের একটি অংশ ছুটবে মেট্রো। ওই রাস্তা অতিক্রম করতে ৪৫ সেকেন্ড মতো লাগবে। গঙ্গার তলায় যে সুড়ঙ্গপথ দিয়ে মেট্রো ছুটবে, তা জলস্তরের ৩২ মিটার নীচে অবস্থিত।
তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চলছে। এরপর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু বউবাজারে বিপর্যয়ের জেরে ওই অংশে এখনই পরিষেবা শুরু করা হচ্ছে না। আংশিকভাবে মেট্রো চলবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )