পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে এবার প্রথম গ্রেফতার করল সিবিআই। তবে এই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে সিবিআই সূত্রে খবর। এমনকী ধৃত ব্যক্তি সরকারি চাকরি করেন এবং ধাবার মালিক। তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম সত্যবান প্রামাণিক। আজই তাঁকে তোলা হবে আদালতে।কেন গ্রেফতার করা হয়েছে সত্যবানকে? সিবিআই সূত্রে খবর, টানা ২১ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করার পর গ্রেফতার করা হয়েছে সত্যবান প্রামাণিককে। মঙ্গলবার সত্যবানকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সত্যবান প্রামাণিকের আদি বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। এখন ঝালদা শহরের হাটতলার বাসিন্দা। সেখানে একটি ধাবাও রয়েছে তাঁর। সেই ধাবার কাছেই রয়েছে নিহত তপনের দাদা নরেন কান্দুর একটি হোটেল। কেন সত্যবানের নাম উঠে এলো? জানা গিয়েছে, সিট সত্যবানকে কয়েকদিন আগে আটক করে জেরা করেছিল। তারপরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই থেকে তিনি তার হেঁসাহাতু গ্রামে ছিলেন। মঙ্গলবার সেখান থেকেই তাঁকে গাড়িতে করে বেস ক্যাম্পে নিয়ে যায় সিবিআই। জেরা করা হয় দফায় দফায়।কে এই সত্যবান প্রামাণিক? সিবিআই সূত্রে খবর, সত্যবান হেঁসাহাতু গ্রামের বাসিন্দা। এই সত্যবান হেঁসাহাতু ফতে সিং বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী। আবার তাঁর একটি ধাবাও রয়েছে। তাঁর স্ত্রী বিমলা প্রামাণিক ২০১৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই সত্যবান প্রামাণিকের সঙ্গেও তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে।