রামপুরহাট গণহত্যায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। আর তাতেই রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গেল। রিটন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করার পর তাকে জেরা শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারই তাঁকে তোলা হবে আদালতে বলে খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রিটনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন ধরেই রিটনকে খুঁজছিল সিবিআই।রামপুরহাট কাণ্ডে ইতিমধ্যেই আনারুল শেখ গ্রেফতার হয়েছে। এছাড়া কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর তাদের জেরা করেই রিটন সম্পর্কে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর তাঁকে গ্রেফতার করা হয়েছে। আবার সমীর শেখ নামে এক ব্যক্তিকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল। সমীরকে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে ডেকে দফায় দফায় জেরা করেছেন তদন্তকারীরা। সেখানে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পেশায় টোটোচালক রিটন। কিন্তু ওই ঘটনার রাতে মনসুবা মোড়ের পেট্রল পাম্প থেকে পেট্রল নিয়ে বগটুই গিয়েছিল সে। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজে রিটনকে দেখা গিয়েছে। আবার প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছিল রিটনের নাম। এখন রিটনকে এই ঘটনা নিয়ে জেরা করা হচ্ছে।উল্লেখ্য, এই গ্রেফতারের আগে মুম্বই থেকে মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ–সহ চার জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই রিটনের নাম উঠে আসে। তারপর পরীক্ষা করে দেখা হয় সিসিটিভি ফুটেজ। তখন রিটন সম্পর্কে তথ্য মেলে। সেই তথ্যের সঙ্গে ধৃতদের তথ্য মিলিয়ে দেখা হয়। তারপর গ্রেফতার করা হয় রিটন শেখকে।