গত জুলাই মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। তবে গত ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে পরিস্থিতি শান্ত হবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেই দেশে। বরং দিনকে দিন যেন অরাজকতা বেড়েই চলেছে। আর তার আঁচ এসে পড়ছে এপারেও। আর এবার জানা গেল, নদিয়ার তেহট্ট এলাকায় বাংলাদেশ থেকে এসে ভারতীয় ভূখণ্ডে থাকা ফসল কেটে নিয়ে পালাচ্ছে লুটেরারা। এমনিতেই হাসিনার বিদায়ের পর থেকে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। অনেক ক্ষেত্রে শরণার্থী বাংলাদেশি হিন্দুরা বেআইনি ভাবে সীমান্ত পার করছে। আবার অনেক ক্ষেত্রে আওয়ামি লিগ সমর্থকরাও ভারতে পালিয়ে আসার চেষ্টা করেছেন। এছাড়াও জঙ্গি অনুপ্রবেশের শঙ্কাও রয়ে গিয়েছে। এর মাঝে সীমান্তে বাংলাদেশি লুটেরাদের এই জুলুমে নাজেহাল তেহট্টর কৃষকরা। এহেন পরিস্থিতিতে তাঁরা বিএসএফের দ্বারস্থ হয়েছে। (আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের 'সময়সীমা' যেন বেঁধেই দিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা…)