জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপার বিরুদ্ধে। এ নিয়ে এবার মুখ খুললেন অনীত থাপা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে এ নিয়ে ‘রাজনীতি হচ্ছে’ বলে অনীত থাপা দাবি করেছেন। উল্টে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন অনীত থাপা।
তিনি বলেন, ‘জিটিএর চুক্তিতে এসএসসি কার্যকর করার কথা বলা হলেও আজ পর্যন্ত তা করা হয়নি।’ এনিয়ে রাজ্য সরকারকে দায়ী করে থাপা বলেন, ‘এখানে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে পারেনি সরকার। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনিয়ে দাবিও তুলেছি। জিটিএ-তে স্কুল সার্ভিস কমিশন কার্যকর করার দাবি জানিয়েছি। পাহাড়ে ভলেন্টিয়ার শিক্ষক নামে একটি ব্যবস্থা শুরু হয়েছে। কিন্তু, আমি চাই এসএসসির মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হোক।’ তাঁর আরও সংযোজন, ‘পাহাড়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেই। আমি সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এনিয়ে যে অভিযোগ উঠেছে তাতে রাজনৈতিক রঙ লেগেছে।’