রাজ্যে সমস্ত ধর্মের উৎসব মানুষ যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। শুক্রবার পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এই প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে বললেন আমার আশা বাংলার মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে গত নির্বাচনের থেকেও বেশি করে মোদীজির পাশে থাকবেন বলে আশা করি।শুক্রবার সন্ধ্যায় সিউড়ি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেই দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। সেখানে পৌঁছে মন্দিরে প্রবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর গর্ভগৃহে ভবতারিণীর মূর্তিতে পুজো অর্চনা করেন। অংশগ্রহণ করেন সন্ধ্যারতিতে।বেরিয়ে তিনি বলেন, ‘বাংলার সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকুক। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। সমস্ত ধর্মের উৎসব মানুষ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। কাউকে যেন কোনও সন্ত্রাস বা হিংসার মুখোমুখি হতে না হয়, আমি আজ মায়ের পায়ে এই প্রার্থনা করে এসেছি’।তাঁর দাবি, ‘বীরভূমে মানুষের মধ্যে যে রকম উদ্দীপনা দেখেছি তাতে আমার মনে কোনও সন্দেহ নেই যে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ৩৫টির বেশি আসন পাবে। আরও একবার মোদীজি ৩০০টির বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন’।তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনের থেকেই বেশি উদ্দীপনায় এবার বাংলার মানুষ মোদীজির পাশে দাঁড়াবেন বলে আশা করি।’ এর পর মন্দির থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী গন্তব্য নিউ টাউনের হোটেল। সেখানে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।শুক্রবার আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। ফলে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে CAA লাগু করা নিয়ে কোনও কথা বললেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।