থানার আধিকারিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়। প্রতারিত ব্যক্তির নাম অমিত মণ্ডল। তিনি বোরো থানার বড়কড়মো গ্রামের বাসিন্দা। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, বোরো থানার পাশেই মানি ট্রান্সফারের দোকান রয়েছে অমিতের। অবসর সময়ে তিনি থানায় পানীয় জল সরবরাহ করেন। অভিযোগ, গত ২২ মার্চ তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে বোরো থানার একজন অফিসার হিসেবেই দাবি করেন। শুধু তাই নয়, তিনি অমিতকে বলেন, ‘আমি তোমাকে চিনি। তুমি তো আমাদের থানায় জল দাও।’ এই বলে ওই ব্যক্তি অমিতের কাছ থেকে প্রথমে ৬০ হাজার টাকা সাহায্য চান। তিনি অমিতকে জানিয়েছিলেন, তিনি বিপদে পড়েছেন তাই এই মুহূর্তে তাঁর কিছু টাকা প্রয়োজন রয়েছে। পরে তিনি সেই টাকা তাঁকে ফিরিয়ে দেবেন। এই আশ্বাস দিয়ে দফায় দফায় অমিতের কাছ থেকে ৬০ হাজার টাকা নেন ওই ব্যক্তি। সন্ধ্যার মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য অমিতকে আশ্বাস দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সন্ধ্যায় পেরিয়ে রাত হয়ে গেলেও ওই ব্যক্তি আর অমিতকে টাকা ফেরত দেননি। এমনকী ওই অচেনা নম্বরে ফোন করলে সেটিও বন্ধ থাকে।