রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে। আজ তাঁর কলকাতায় ফেরার কথা। কিন্তু তার আগেই ফের উত্তরবঙ্গকে পৃথক করার দাবি উঠল। বিজেপি নেতা–মন্ত্রীরা আগেই তা চেয়েছিলেন। এবার একই সুর শোনা গেল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মশালায়। বুধবার সেখানের গ্রেটার কোচবিহার গঠনের দাবি তুললেন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মণ। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।ঠিক কী বলেছেন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান? এই কর্মশালায় অংশ নিয়ে বংশীবদন বর্মণ দাবি করেন, ‘গ্রেটার কোচবিহার রাজ্য গঠন করলেই উত্তরবঙ্গে উন্নয়ন সম্ভব। উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য গ্রেটার কোচবিহার গঠন প্রয়োজন। ভারতভুক্তির চুক্তি অনুযায়ী এখানকার মানুষ সমস্ত সাংবিধানিক অধিকার পাক এটাই আমার দাবি।’ তবে রাজবংশী ভাষাভাষি মানুষের উন্নয়নের জন্য রাজ্য সরকার যা উদ্যোগ নিয়েছে তাতে তিনি খুশি বলেও জানিয়েছেন। এই মন্তব্যের সঙ্গে অনেকেই একমত নন। আর তাতেই বিতর্ক বেঁধেছে। কারণ এই কর্মশালায় রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী পরেশ অধিকারী, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর–সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের দাবি থেকে সরে এসেছেন। এই সরকার ব্যাপক উন্নয়ন করছে। বিমল গুরুংরা পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসেছে। উন্নয়ন তো হচ্ছে।’উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলে আসছিলেন বিজেপির মন্ত্রী জন বারলা, নিশীথ প্রামাণিক থেকে আরও অনেকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসেছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। সেখানে আবার রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।