পরীক্ষামূলকভাবে উত্তরবঙ্গগামী দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, আগামী ছ'মাস পরীক্ষামূলকভাবে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং হাওড়া-গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেসকে একটি করে বাড়তি স্টপেজে দাঁড় করানো হবে। সেইসময় কীরকম যাত্রী হয়, কত টিকিট বিক্রি হয়, তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল বোর্ড সূত্রের খবর।
কোন কোন স্টেশনে বাড়তি স্টপেজ দেওয়া হবে?
১) ১৩১৪১/১৩১৪২ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস: আগামিকাল (রবিবার, ৩০ এপ্রিল) থেকে বেলাকোবা স্টেশনে দাঁড়াবে।
২) ১২৩৪৫/১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস: আগামী সোমবার (১ মে) থেকে ধূপগুড়ি স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
সূত্রের খবর, পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারদের পাঠানো রেল বোর্ডের চিঠিতে জানানো হয়েছে যে ওই দুটি স্টেশনে কত টিকিট বিক্রি হচ্ছে, সেটার উপর কড়া নজর রাখতে হবে। পর্যালোচনার জন্য পাঁচ মাসের মধ্যে রিপোর্ট পাঠানোরও নির্দেশ দিয়েছে রেল বোর্ড। সেই রিপোর্টে সিদ্ধান্ত নেওয়া হবে যে বেলাকোবা স্টেশনে ১৩১৪১/১৩১৪২ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং ধূপগুড়ি স্টেশনে ১২৩৪৫/১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস নিয়মিত দাঁড়াবে কিনা।
আরও পড়ুন: Vande Bharat vs Shatabdi in Howrah-Puri: শতাব্দীর ৭০ মিনিট, দুরন্তের ৯০ মিনিট আগেই পৌঁছাবে পুরীতে! ঝড় তুলবে বন্দে ভারত
সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ
আপাতত বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট জংশন, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন এবং কামাখ্যা জংশনে দাঁড়ায় ১২৩৪৫/১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। প্রতিদিন দুপুর ৩ টে ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে। গুয়াহাটিতে পৌঁছায় পরদিন সকাল ১০ ট ৫ মিনিটে। আবার গুয়াহাটি থেকে প্রতিদিন বেলা ১২ টা ২০ মিনিটে ছাড়ে। যা হাওড়ায় পৌঁছায় পরদিন ভোর ৫ টা ২০ মিনিটে।
তিস্তা-তোর্সা এক্সপ্রেসের স্টপেজ
আপাতত শিয়ালদা, নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, বাজারসৌ, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিমতিতা, ধুলিয়ান গঙ্গা, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, সামসি, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর, বারসোই জংশন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, ঘোকসাডাঙা এবং নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াতে যায়।
আরও পড়ুন: Senior Citizen Concession on train tickets: ট্রেনের টিকিটে ফের ছাড় পাবেন সিনিয়র সিটিজেনরা? বড়সড় রায় সুপ্রিম কোর্টের
প্রতিদিন দুপুর ২ টো ৪৫ মিনিটে শিয়ালদা থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস। পরদিন ভোর ৫ টা ৩৫ মিনিটে নিউ আলিপুরদুয়ারে পৌঁছাবে। বেলা ১২ টা ১০ মিনিটে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ে। পরদিন ভোর ৪ টে ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছায়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক