সম্প্রতি অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার দাবি উঠল। এই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পিএইচডি করা ছাত্রছাত্রীরা যোগ্য অতিথি অধ্যাপকের জন্য যোগ্য। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। আরও জানানো হয়, তাদের প্রতি ক্লাসে পারিশ্রমিক বাবদ ৩০০ টাকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হতেই রাজ্যের বিরোধী দলগুলি সমালোচনায় সরব হয়। এই বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে ‘সিভিক অধ্যাপক’ নিয়োগ করা হচ্ছে বলেও কটাক্ষ করা হয়।
মঙ্গলবার সেই বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে এবং এই পদের সঠিক বেতন প্রদানের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবিভিপির কটাক্ষ, শিক্ষক সমাজের এটা একটা কালো দিন এবং এই বিজ্ঞপ্তি জারি করে অধ্যাপকদের অপমান করা হচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাঁকুড়া জেলা প্রমুখ সনুপ পাত্র বলেন, ‘একজন স্কুলের শিক্ষক এর থেকে বেশি বেতন পেয়ে থাকেন। সেক্ষেত্রে একজন অধ্যাপকে যে বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তা নিন্দাজনক। এই বিজ্ঞপ্তি জারি করে অধ্যাপকদের অপমান করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা চাইছি এই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হোক। অতিথি অধ্যাপকদের বেতন বাড়াতে হবে। অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। আমরা চাইছি স্বচ্ছ এবং পরিষ্কারভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।’ বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার না করা হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।