সুদীপ কখনও টোটো চালাত। আবার কখনও দিনমজুরেরও কাজ করত। রবিবার বিকেল ৩টে নাগাদ মোবাইলে ফোন করে কেউ একজন সুদীপকে ডাকে। সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সুদীপ। তারপর থেকে মোবাইলেও আর মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। খোঁজও পাওয়া যায়নি। মা করুণাদেবীর অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ছেলেকে।
যুবককে খুন
ফোন করে ডাকা হয়েছিল যুবককে। তারপর তাঁকে খুন করে বাড়ির সামনে রাস্তায় ফেলে দিয়ে যাবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই যুবক। তারপর আর ফেরেননি। আজ, সোমবার সকালেই রাস্তার ধার থেকে উদ্ধার হল সেই যুবকের দেহ। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির ঘটনায় হতবাক গোটা পরিবার।
ঠিক কী ঘটেছে বসিরহাটে? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে সুদীপের বাড়ির সামনে রাস্তার উপর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন সঙ্গে সঙ্গে সুদীপের বাড়ির লোককে ডেকে নিয়ে আসেন তাঁরা। সুদীপের মা করুণা দে এসে দেখেন তাঁর ছেলেরই মৃতদেহ পড়ে রয়েছে। রবিবার বিকেলে তাঁকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কেউ। তারপর আজ সকালে এই ঘটনা নজরে আসে।