জঙ্গি সন্দেহে নদিয়া থেকে গ্রেফতার ১। বেঙ্গল এসটিএফ তাকে গ্রেফতার করেছে। নদিয়ার থানার পাড়া এলাকা থেকে গ্রেফতার ওই ব্যক্তি। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল সে নাম ভাঁড়িয়ে নদিয়ায় ছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার নাম বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লাহ। এসটিএফ তাকে গ্রেফতার করেছে।
এর আগে শাদ রাদি, মণিরুল, আব্বাস ও নুর ইসলাম এই চারজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল বিপ্লব ওরফে আবদুল্লাহকে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ তাকে গ্রেফতার করে।
তবে সূত্রের খবর, শাদ রাদির আত্মীয়দের কাছ থেকে এসটিএফ বিপ্লবের সন্ধান পায় বলে খবর।
নদিয়ার থানার পাড়া এলাকার বাসিন্দা এই বিপ্লব বিশ্বাস। বেঙ্গল এসটিএফ তাকে গ্রেফতার করে। এই বিপ্লবের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর কাদের সঙ্গে আবদুল্লাহ যোগ রাখত সেটা দেখা হচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তার যোগ ছিল কি না সেটা এসটিএফ খতিয়ে দেখছে। সেই সঙ্গেই বাংলায় তাদের নাশকতার কোনও ছক ছিল কি না সেটা দেখা হচ্ছে। সব মিলিয়ে ফের বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ।