সময় খারাপ গেলে মনে হয় এমনটাই হয়। স্কুলে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। এনিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য লক্ষপতি মণ্ডল বিক্ষোভ মেটাতে এসেছিলেন। কিন্তু তাঁকে সামনে পেয়ে তার উপরই যত রোষ গিয়ে আছড়ে পড়ে। আর তখনই ওই তৃণমূল নেতাকে হাতের সামনে পেয়ে সপাটে তাঁর গালে চড় মারেন এক অভিভাবক। অভিযোগ এমনটাই। এদিকে মোবাইল ক্যামেরায় অপর এক ব্যক্তি সেই ভিডিয়ো তুলেও ফেলেছেন। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস ডিজিটাল বাংলা। পুলিশ ইতিমধ্যেই মানস মণ্ডল নামে ওই অভিভাবককে গ্রেফতার করেছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার হরিপুর এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে খবর, হরিপুরেরই উত্তর নেতাজি প্রাথমিক স্কুলেই পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এনিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের তুমুল বচসা বেধে গিয়েছিল। সেই অশান্তির খবর পেয়ে স্কুলে ছুটে এসেছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু তাঁর দিকেই তখন রোষের নিশানা ঘুরে যায়। এসবের মধ্যেই ওই যুবক প্রথমে আঙুল উঁচিয়ে তেড়ে যান তৃণমূল নেতার দিকে। এরপর কষিয়ে থাপ্পড় মারেন তাঁকে। চড় খেয়ে প্রথমে কিছুটা হতবাক হয়ে যান নেতা। পরে একেবারে তুলকালাম শুরু হয়ে যায় এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।