প্রাথমিক টেটের জন্য আগামী রবিবার ৩২ টি বিশেষ ট্রেন চালানো হবে পূর্ব রেল। ব্যারাকপুর, নৈহাটি, বারাসত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুরের মতো জায়গা থেকে স্পেশাল ট্রেন চালানো হবে।
কোন কোন ট্রেন কখন চালানো হবে?
১) শিয়ালদা-ব্যারাকপুর-শিয়ালদা লোকাল: পাঁচ জোড়া (১০ ট্রেন) চালানো হবে। সকাল ৮ টা, সকাল ৯ টা ৫ মিনিট, সকাল ৯ টা ২৮ মিনিট, সকাল ৯ টা ৪০ মিনিট এবং সকাল ১০ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে।
ব্যারাকপুর থেকে সকাল ৮ টা ৪৮ মিনিট, সকাল ৯ টা ৫৭ মিনিট, সকাল ১০ টা ১৬ মিনিট, সকাল ১০ টা ৩০ মিনিট এবং সকাল ১১ টায় শিয়ালদার উদ্দেশে ট্রেন ছাড়বে বলে জানানো হয়েছে।
২) শিয়ালদা-নৈহাটি-শিয়ালদা লোকাল: এক জোড়া ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।
৩) শিয়ালদা-ডানকুনি-শিয়ালদা লোকাল: এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ছাড়বে। সকাল ১১ টা ২৬ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে বিশেষ ট্রেন।
৪) শিয়ালদা-মধ্যমগ্রাম-শিয়ালদা লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে শিয়ালদার উদ্দেশে ছাড়বে একটি লোকাল ট্রেন।
৫) শিয়ালদা-বারাসত-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪০ মিনিটে বারাসত থেকে একটি ট্রেন ছাড়বে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
৬) শিয়ালদা-দত্তপুকুর-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৩০ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়বে। সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।
৭) শিয়ালদা-বজবজ-শিয়ালদা লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৪৫ মিনিট শিয়ালদা থেকে বজবজের উদ্দেশে একটি ট্রেন ছাড়বে। আবার সকাল ১০ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে স্পেশাল একটি ট্রেন।
৮) শিয়ালদা-সোনারপুর-শিয়ালদা লোকাল: শিয়ালদা-সোনারপুর লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৩০ মিনিট এবং সকাল ৯ টা ৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। সকাল ৮ টা ৪২ মিনিট এবং সকাল ১০ টা ১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে ট্রেন।
৯) শিয়ালদা-ক্যানিং-শিয়ালদা লোকাল: শিয়ালদা থেকে দুপুর ২ টো ২ মিনিটে ছাড়বে। ক্যানিং থেকে ছাড়বে দুপুর ৩ টে ৪৫ মিনিটে।
১০) শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা লোকাল: সকাল ১০ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সকাল ১১ টা ৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে একটি স্পেশাল ট্রেন।
১১) শিয়ালদা-হাসনাবাদ-শিয়ালদা লোকাল: সকাল ১১ টা ৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। দুপুর ১ টা ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে একটি ট্রেন।