গভীর সমুদ্রে বিকল হয়ে গিয়েছিল ট্রলারের ইঞ্জিন। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। সেই অভিযোগে ট্রলার-সহ ভারতীয় মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া ট্রলারটির নাম ‘এফবি পারমিতা’। তাতে ছিলেন মোট ১৪ জন ভারতীয় মৎস্যজীবী।
আরও পড়ুন: জেলমুক্তি হতে চলেছে ৯৫ ভারতীয় মৎসজীবীর, রবিবার হস্তান্তর করবে বাংলাদেশ
সূত্রের খবর, ৩০ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার খেয়াঘাট থেকে সমুদ্রে রওনা দিয়েছিল ‘এফবি পারমিতা’। কিন্তু সমুদ্রে পৌঁছনোর পরই সন্ধ্যার দিকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তার পর থেকেই সেটি দিশাহীন হয়ে গভীর সমুদ্রে ভাসতে ভাসতে চলে যায় বাংলাদেশের জলসীমায়। শনিবার গভীর রাতে সেখানেই নজরে পড়ে বাংলাদেশের কোস্ট গার্ডের। এরপরই ট্রলার সহ ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়। বর্তমানে তাদের বাংলাদেশের মংলা মৎস্যবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। ধৃতদের পরিবারের সদস্যরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। ধৃত মৎস্যজীবীদের একজনের স্ত্রী বলেন, তাঁর স্বামী পাঁচ দিন আগে মাছ ধরতে গিয়েছিলেন। তার পর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি। এখন জানতে পেরেছেন, ট্রলার বাংলাদেশে আটক হয়েছে। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে কীভাবে দিন কাটবে তা এখন ভেবে পাচ্ছেন না।