বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Shukra Nakshatra Gochar: শুক্র প্রবেশ করছেন উত্তরষঢ়া নক্ষত্রে! ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে বহু রাশি, হবে তুমুল উন্নতি
পরবর্তী খবর
Shukra Nakshatra Gochar: শুক্র প্রবেশ করছেন উত্তরষঢ়া নক্ষত্রে! ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে বহু রাশি, হবে তুমুল উন্নতি
২৯ নভেম্বর মাসে দুপুর ৩ টে ৩৭ মিনিটে উত্তরষড়া নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্রে ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবেন শুক্র। তারফলে বহু রাশি লাভ পাবে।
শুক্রের গোচর বহু রাশির জাতক জাতিকাকে লাভের মুখ দেখাবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র, সুখ, সমৃদ্ধির কারক শুক্রের মাহাত্ম্য রয়েছে। মান, সম্মান, প্রেম সহ বহু জিনিসের কারক হলেন শুক্র। শুক্রের সামান্য গতিবিধিতেও ১২ রাশির জাতক জাতিকার ভাগ্যে বহু ধরনের পরিবর্তন হতে চলেছে। দৈত্যরাজ শুক্র একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে থাকেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দৈত্যরাজ শুক্রের নক্ষত্র পরিবর্তনের প্রভাব সমস্ত রাশিতে পড়তে আরম্ভ করবে। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন দেখা যাক।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২৯ নভেম্বর মাসে দুপুর ৩ টে ৩৭ মিনিটে উত্তরষড়া নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্রে ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবেন শুক্র। তারফলে বহু রাশি লাভ পাবে। কারা কারা শুক্রের নক্ষত্র গোচরের ফলে লাভের মুখ দেখতে চলেছেন, দেখা যাক।
বৃষ
এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে নানান ধরেনর সুখ সুবিধা দেখা যাবে। আপনার নিজের আশপাশে বহু মানুষের সব রকমের সহযোগিতা পাবেন। বেতন বৃদ্ধি পেতে পারে এই সময়। অনেকের সঙ্গে ভালো বন্ধুত্ব হতে পারে। নিজের লক্ষ্যপ্রাপ্তিতে সফল হবেন। আপনি সাফল্য পাবেন। সুখ শান্তি আসবে। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন।