বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আসন্ন সময়ে একই মাসে কর্মফলদাতা তথা ন্যায়াধীশ শনিদেব ও দেবতাদের গুরু বৃহস্পতি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আনতে চলেছে তুঙ্গে উন্নতি। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। ন্যায়াধীশ শনিদেব হতে চলেছেন বক্রী ও দেবতাদের গুরু বৃহস্পতি হতে চলেছেন উদিত। একই মাসে এই দুই গ্রহের এমন অবস্থানের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখে নিন তাঁদের তালিকা।
বৃষ
শনিদেবের উল্টো চাল আর শুক্রের উদিত হওয়ার ফলে বহু রাশি সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন। বৃষ তাদের মধ্যে অন্যতম। এই সময় ভালো রোজগার হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। সামাজিক কোনও প্রতিষ্ঠা পাবেন। নতুন সম্পর্ক তৈরি লাভদায়ক হতে পারে। যদি কোনও যোজনা নিয়ে কাজ করছেন, তাহলে তাতেও পাবেন গতি, আসবে সাফল্য। বিনিয়োগ থেকে রয়েছে লাভের সম্ভাবনা।
( কানাডায় G7 বৈঠক সামনেই.. তার আগে রক্তাক্ত টরন্টো! গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত ৫)
( জুনেই একসঙ্গে তিন গ্রহ করবেন কৃপা! বৃষ, কন্যা সহ একঝাঁক রাশির কপাল খুলবে)
( দৈত্যগুরু শুক্রের সঙ্গে দণ্ডনায়ক শনি খেলা ঘোরাবেন ৪৮ ঘণ্টা পর থেকে! শুভ যোগে লাকি কারা?)