Shanidev Dhahiya: আর কয়েক মাস পরই শনির ঢাইয়ার কবলে পড়বে দুই রাশি! তালিকায় কারা?
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2024, 02:00 PM ISTজ্যোতিষমতে বলা হয়, মূলত, শনির তিন চাল খুবই গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটি হল মহাদশা, অন্যগুলি ঢাইয়া ও সাড়েসাতি।
জ্যোতিষমতে বলা হয়, মূলত, শনির তিন চাল খুবই গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটি হল মহাদশা, অন্যগুলি ঢাইয়া ও সাড়েসাতি।
বছর ঘুরতে বেশি দেরি নেই। তারই মধ্যে শনিদেবের ঢাইয়ার প্রভাব নিয়ে এল বড়সড় জ্যোতিষমত। বলা হচ্ছে, সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে শনিদেবের ঢাইয়ার প্রভাব দুই রাশিতে পড়বে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা প্রভাবিত হবেন। জ্যোতিষমতে বলা হয়, মূলত, শনির তিন চাল খুবই গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটি হল মহাদশা, অন্যগুলি ঢাইয়া ও সাড়েসাতি।
বলা হয়, মানুষকে তার কর্মফল অনুসারে শাস্তি দেন শনিদেব। আর কর্মফল দাতা হিসাবেই শনিদেব খ্যাত। শনিদেবের মহাদশা চলে ১৯ বছর ধরে। যে জাতক জাতিকার উপর তার প্রভাব পড়ে, তা খুবই করুণ পরিস্থিতি তৈরি করে। এছাড়া শনির ঢাইয়া চলে আড়াই বছর, আর সাড়ে সাতি চলে সাড়ে সাত বছর ধরে। এই পর্বগুলি সকলের জন্যই কোনও না কোনও কষ্টকর প্রভাব নিয়ে আসে। তবে শনির এই দশার মধ্যে যদি কেউ কোনও নির্দিষ্ট জ্যোতিষমত পালন করেন, তাহলে বহু বাধা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন।
( Bhai Phonta 2024 Time: ভাইফোঁটা ২০২৪র প্রতিপদ তিথি কতক্ষণ থাকবে? দেখে নিন সময়)
শনির ঢাইয়া:-
শনিদেবের ঢাইয়া চলে টানা আড়াই বছর। কেউ যদি শনির ঢাইয়ার প্রভাবে থাকেন, তাহলে তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হয়, বলে মত জ্যোতিষশাস্ত্রের। ২০২৫ সালের ২৯ মার্চ শনি বদল করতে চলেছেন তাঁর গ্রহ। জ্যোতিষ মত বলছে, শনি এবার যাবেন মীন গ্রহে। শনির এই গ্রহের পরিবর্তন ১২ টি রাশির উপরই প্রভাব ফেলবে। বর্তমানে শনির অক্ষ কর্কট ও বৃশ্চিক রাশির উপর আছে। এই দুটি রাশিই ২০২৫ সালে শনির প্রভাব থেকে মুক্তি পাবে। তবে ওই বছরই শনির প্রভাবে পড়বে ২ রাশি। এই রাশির জাতক জাতিকাদের থাকতে হবে সতর্ক।