শনি, শুক্রের খেলা শুরু হওয়ার পালা! ভাগ্য় ঘুরতে পারে মেষ সহ অনেকের, লাকি কারা?
1 মিনিটে পড়ুন Updated: 21 Jun 2025, 05:00 PM ISTশনি আর শুক্রের কৃপায় এবার ভাগ্য ঘুরতে পারে কাদের?

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে একটি নিশ্চিত সময় পর পর কর্মফলদাতা শনি, তাঁর স্থান পরিবর্তন করেন। শনিকে মনে করা হয়, সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ। একটি রাশিতে শনদেব প্রায় আড়াই বছর ধরে অবস্থান করেন। বর্তমানে শনিদেব বিরাজ করছেন মীন রাশিতে। সেখান থেকে তিনি কোনও না কোনও গ্রহের উপর বিশেষ দৃষ্টি দিচ্ছেন। আর এই রাশিতে কর্মফলদাতা শনির অবস্থানের ফলে আসছে শনি শুক্রের অর্ধকেন্দ্র যোগ। কবে এই যোগ? কোন কোন রাশি পাবে লাভ?
মেষ
সময় ভালো কাটতে চলেছে মেষের। বহু চ্যালেঞ্জ এই সময় আসবে, আর তাকে দমন করতে সমর্থ হবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনার কর্মস্থলে কাজের দিকটি খুবই ভালো কাটবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এই সময় যোগাযোগ হবে। এই সময় কোথাও যাত্রা করতে পারেন। আপনি ভালো কোনও লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে বেশ কিছু নতুন অভিজ্ঞতা হবে। নিজের সংস্থার জন্য কোনও লক্ষ্য অর্জন করতে পারেন।
বৃষ
কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আয়ের দিক থেকে বেশ কিছুটা বেতন বৃদ্ধি পাবে। শিক্ষার দিক থেকেও পাবেন বিশেষ লাভ। সন্তানের দিক থেকে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। আপনার সব ইচ্ছা পূরণ হবে। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। লক্ষ্যপ্রাপ্তিকে সফল হবেন। আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে।
( ‘উনি ভুল’, নিজের দেশের স্পাই চিফ তুলসীকে নিয়ে কেন এমন মন্তব্য ট্রাম্পের?)
( মুনির-সাক্ষাতের পরই ঘোষণা! ২০২৬ নোবেল শান্তি পুরষ্কারে ট্রাম্পকে মনোনীত করল পাকিস্তান, কোন ইস্যুতে?)
মকর
আপনাদের জন্য অর্ধকেন্দ্র যোগ সোনায় সোহাগা হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে চলা সমস্যা থেকে মিলবে মুক্তি। দাম্পত্য জীবনে চলা সমস্যা থেকে এবার ছাড় পাবেন। আপনার পরিশ্রম আপনাকে নতুন কিছু এনে দেবে। আপনার অফিসের সিনিয়রদের আপনার কাজ পছন্দ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার কাঁধে কাজের জায়গায় কোনও বড় দায়িত্ব পড়তে পারে।
কবে রয়েছে শনি-শুক্রের অর্ধকেন্দ্র যোগ?
আগামী ২২ জুলাই রয়েছে শনিদেব ও শুক্রদেবের অর্ধকেন্দ্র যোগ। সেদিন বেলা ১১ টা ৪৩ মিনিটে শুক্র ও শনিদেব, একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রিতে অবস্থান করতে চলেছেন। এরফলে কিছু রাশি সমস্ত ক্ষেত্র থেকে বড় লাভ পাবে।
৳7,777 IPL 2025 Sports Bonus