Pitra Dosh Remedies: পিতৃদোষ কাটাতে এই বছর তর্পণের পাশাপাশি করুন এই কাজ, জেনে নিন শাস্ত্রমত Updated: 31 Aug 2025, 02:00 PM IST Sanket Dhar Pitra Dosh 4 Remedies: পিতৃদোষ কাটাতে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্রে কিছু প্রতিকারের কথা বলা আছে। এই প্রতিকারগুলি মেনে চললে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়।