বৈদিক জ্যোতিষমতে, ২০২৩ সালে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র, মঙ্গল, বুধ, রবি গোচর করতে চলেছে। রাহু, কেতু, শুক্র, বৃহস্পতির গোচর রয়েছে বছরের শেষ অংশে। শনির গোচর রয়েছে প্রথমের দিকে। মঙ্গলের গোচর রয়েছে মার্চে। তবে এদের মধ্যে রাহু ও কেতুর গোচরে লাভবান হতে চলেছে একাধিক রাশি।