Navapancham yog Lucky Zodiac Signs: আর্থিক উন্নতি, হঠাৎ আসবে টাকা! শনি, শুক্রের নবপঞ্চম যোগে লাকি রাশি কারা? Updated: 29 Apr 2023, 05:00 PM IST Sritama Mitra জ্যোতিষশাস্ত্র অনুসারে ৬ মে মিথুনে রয়েছে শুক্রের প্রবেশ। আর শনি আর শুক্রের বন্ধুত্বের অবস্থানের ফলে ৩০ বছর পর নবপঞ্চম রাজ যোগ তৈরি হচ্ছে এই দুই গ্রহের ফলে। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এরফলে লাভের মুখ দেখতে চলেছেন।