২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর সেই সেপ্টেম্বর মাসেই মঙ্গলদেব একাধিকবার চাল বদল করতে চলেছে। এমনই মত জ্যোতিষবিদদের। ২০২৫ সালের সেপ্টেম্বরে মঙ্গল, চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্রে গোচর করতে চলেছেন। এরই মাঝে ‘জনসত্তা’র তথ্য অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে গোচর করতে চলেছেন। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কারা লাকি? দেখে নিন।
বৃশ্চিক
অনেক ধরনের প্রপার্টি ডিল করতে পারেন এই সময়। রোজগারের নতুন নতুন রাস্তা বের হতে পারে। অনেকের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার সঙ্গে যাঁদের চেনাশোনা, তাঁদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো জায়গায় যাবে। তাঁদের কাছ থেকে ভালো লাভ পেতে পারেন। এরফলে সময়ে সময়ে আকস্মিক ধনলাভ করতে পারেন।
( Pak Spy: পাক গুপ্তচরবৃত্তির বিস্ফোরক অভিযোগ! ধৃত DRDOর গেস্ট হাউজ ম্যানেজার)
( Asia Cup 2025:‘দেশ আগে, ক্রিকেট তো তুলনায়..’, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে কী বললেন হরভজন?)
( UNGAতে যোগ দিতে সেপ্টেম্বরে কি আদৌ ট্রাম্পের দেশে যাচ্ছেন মোদী? এল বড় আপডেট)
মেষ
আপনার সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। আপনার সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। বিশেষ রূপে বিদ্যার্থীরা এই গোচরের সুবিধা পাবেন। যাঁদের চাকরি নেই, তাঁরা পাবেন চাকরি। টাকা আগমনের নতুন নতুন রাস্তা খোলা হবে। আপনার আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। চাকরিরত বা দোকানদাররা ভালো লাভ পাবেন। আয় বাড়বে।
কুম্ভ
নতুন নতুন সূত্র থেকে আপনি টাকা রোজগার করতে পারেন। চাকরিরতদের কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আপনার আয় এই সময় হু হু করে বেড়ে যেতে পারে। আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাজের জায়গায় আসবে আরও দক্ষতা। এই সময় গাড়ি বাড়ি সংক্রান্ত কিছু কিনতে পারেন! এই সময় আপনি টাকা পয়সার সঞ্চয় করতে পারেন।