পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বেশ কয়েকটি গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করছে। আর এতেই একদিকে যেমন উপকৃত হচ্ছে কিছু রাশি, তেমনই অশুভ প্রভাব পড়বে অন্য রাশির উপর। মঙ্গল জ্যোতিষশাস্ত্রে সাহস, শক্তি, জমি এবং সম্পত্তির কারক গ্রহ হিসেবে বিবেচিত হন। এটি যখন এক রাশি বা নক্ষত্র থেকে অন্য রাশি বা নক্ষত্রে প্রবেশ করে, তখন তার প্রভাব ১২টি রাশির উপরেই পড়ে। চিত্রা নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গল। তাই এই নক্ষত্রে মঙ্গলের প্রবেশ খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল ৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৬:০৪ মিনিটে চিত্রা নক্ষত্রে গোচর করছেন। ২৩ সেপ্টেম্বর রাত ৯:০৮ মিনিট পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন তিনি। তিনটি রাশি মঙ্গলের এই গোচরে লাভবান হবেন।
কোন কোন রাশির কপালে সুখের ফোয়ারা?
মেষ রাশি - মেষ রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ ফলদায়ী হতে পারে। যেহেতু মঙ্গলের নিজস্ব রাশি হলো মেষ, তাই এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন এবং আর্থিক দিক থেকে লাভবান হবেন।
আরও পড়ুন - কৌশিকী অমাবস্যায় বাড়িতেই মা তারার পুজো করছেন? ভুলেও করবেন না এইসব ভুল
বৃশ্চিক রাশি - মঙ্গলের গোচরের কারণে বৃশ্চিক রাশির জাতকরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। আয়ের নতুন পথ খুলে যাওয়ায় আর্থিক অবস্থা আরও মজবুত হবে।
আরও পড়ুন - দাম্পত্যের জোয়ার ঠেকানো যাবে না! রাধাকৃষ্ণের দেওয়ালচিত্র বেডরুমে রাখুন এভাবে