বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গত ২৭ এপ্রিল গুরু বৃহস্পতি মেষ রাশিতে উদয় হয়েছে। যার প্রভাব একাধিক রাশিতে স্পষ্ট পড়তে শুরু করেছে। গুরু উদয়ের ফলে হংসরাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সমস্ত রাশির ভাগ্যে শুভ যোগ আসছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে আর্থিক দিক থেকে সৌভাগ্যের অধিকারী হবে।