২৭ এপ্রিল থেকে উদিত হয়েছেন বৃহস্পতি। তার ফলে শুরু হচ্ছে মহাধন রাজযোগ। গুরুকে মনে করা হয় লাভদায়ী গ্রহ। তার কৃপা থাকলেই একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে পারে। এই সুপ্রভাব ৩ রাশির জাতক জাতিকাদের ওপর পড়তে থাকবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি তাতে লাভবান হবেন।