Falgun Amavasya Pitri Dosha: পিতৃদোষের কারণে অগ্রগতি কী থমকে গেছে? ফাল্গুন অমাবস্যায় করুন এইকাজ ঘুচবে পিতৃদোষ Updated: 27 Feb 2025, 09:00 AM IST Anamika Mitra Falgun Amavasya Pitri Dosha: ফাল্গুন অমাবস্যা ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি। পিতৃ পুজোর জন্য এটি একটি বিশেষ দিন। কিছু ব্যবস্থা নিলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কালসর্প দোষ দূর হয়। আসুন জেনে নিই এ সম্পর্কে।