Dhanteras 2022 Yog: আগামী শনিবার (২২ অক্টোবর) ধনতেরাস। হিন্দু ধর্ম অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস (ধনত্রয়োদশী) পালিত হয়। যেদিন মানুষ সোনা এবং রুপো কেনাকাটি করে থাকেন। এবার ধনতেরাসে অভাবনীয় সর্বার্থ সিদ্ধ যোগ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে কোন কোন রাশির জাতকদের অর্থ লাভের সম্ভাবনা আছে, তা দেখে নিন -