পয়লা বৈশাখ মানেই একরাশ আশা, কিছু আকাঙ্খাকে বুকে নিয়ে নতুন পথ চলা। প্রতিবারের মতোই এবারেও পয়লা বৈশাখ ঘিরে বাঙালির ঘরে ঘরে পার্বনের পালা। এবারের নববর্ষে, ১৪৩২ সালকে বরণ করে নেবে বাঙালি। চেনা রীতি মেনে বছরের প্রথম দিনে চলবে মঙ্গল কামনায় পুজো। প্রতিবারের মতো এবারেও কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে নববর্ষের দিন বিপুল ভক্তসমাগমের অপেক্ষা রয়েছে। সব মিলিয়ে গোটা বছরে সুস্থতা, আনন্দ, মঙ্গলের প্রার্থনা নিয়ে পয়লা বৈশাখের ভোরে ঘুম ভাঙবে বাঙালির।
১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিনে শুভ কিছুর প্রার্থনা করে অনেকেই বাড়িতে লক্ষ্মী, গণেশের আরাধনা করে থাকেন। অনেকেই আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিম্বা দোকানে লক্ষ্মী ও গণপতির পুজো করেন। মনে করা হয়, ধনদেবী ও সিদ্ধিদাতার আরাধনাতেই নতুন কিছু থেকে শুভ ফল লাভ হয়। আর সেই আশা নিয়ে বাঙালির নববর্ষ শুরু হয়। আপনিও যদি নববর্ষের দিনে লক্ষ্মী, গণেশের পুজো করার পরিকল্পনায় থাকেন, তাহলে নিশ্চয় খুঁজছেন এই পুজোর তিথি? দেখে নিন নববর্ষের দিন লক্ষ্মী ও গণেশের পুজোর শুভ সময়ের তিথি পঞ্জিকামতে।
( Weather and Rain Forecast In WB: চৈত্রের শেষবেলায় কি ভিজবে কলকাতা? পয়লা বৈশাখে বাংলার আবহাওয়া কেমন থাকবে! আপডেট রইল)
( Curd Making Tips: চাক বাঁধা দই পাততে এই বাসন ভুলেও ব্যবহার করছেন না তো! সেরা পাত্র কোনটি? রইল ৯ টিপস)