হিন্দুশাস্ত্রমতে বসন্তকালে চৈত্র শুক্লপক্ষে আয়োজিত হয় বাসন্তী পুজো। ইতিমধ্যেই পুজোর পঞ্চমী তিথি শুরু হয়েছে। ২০২৫ সালের বাসন্তীপুজো ঘিরে রয়েছে সাজো সাজো রব। এরই মাঝে দেবীর আগমন আর গমন কীসের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। জ্যোতিষমতে দেবীর বিশেষ বাহনই জানান দেয় যে, দেবীর আগমন আর গমন ঘিরে কী ঘটতে চলেছে।
২০২৫ বাসন্তীপুজোয় দেবীর আগমন ও গমন:-
চলতি বছরে বাসন্তীপুজো ২০২৫ সালের ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই পুজো মূলত, সপ্তমী থেকে দশমী পর্যন্ত হয়। দেশের নানান জায়গায় যখন চৈত্র নবরাত্রির পার্বনে অনেকে উৎসবে মেতে রয়েছেন, তখন বাংলা এই চৈত্রের শুক্লপক্ষে দেবী বাসন্তীর আরাধনায় মেতে উঠতে চলেছে। শাস্ত্রমতে বলা হচ্ছে, দেবীর আগমন হবে গজে। আর দেবীর গমনও হতে চলেছে গজে।
( Rahu and Shani Mahasanyog: রাহুকে সঙ্গে নিয়ে মহাসংযোগে শনিদেব! ধুন্ধুমার উন্নতির যোগ বহু রাশির ভাগ্যে, রইল জ্যোতিষমত)
২০২৫ সালে বাসন্তীপুজোয় দেবীর আগমন ও গমন ঘিরে কোন ইঙ্গিত?
২০২৫ সালে বাসন্তীপুজো ও চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন ও গমন হতে চলেছে গজে। উল্লেখ্য, জ্যোতিষমতে বলা হচ্ছে, দেবীর বাহন যদি গজ বা হাতি হয়, তাহলে তার ফলাফল হয় শস্য শ্য়ামলা বসুন্ধরা। এতে মনে করা হয় বিশ্বে অর্থ, সমৃদ্ধি বাড়ে। উল্লেখ্য, দেবীর আগমন সপ্তাহের কোন বারে হচ্ছে, তার ওপর নির্ভর করে দেবীর বাহন। প্রসঙ্গত ২০২৫ সালের চৈত্র নবরাত্রি শুরু হয়েছে রবিবার। এদিকে, হিন্দুশাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর আগামন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ। শনি মঙ্গলে হলে দেবীর বাহন ঘোড়া, বৃহস্পতি, শুক্রতে হলে দোলা, বুধে নৌকা। বাংলায় দেবী দুর্গার আগমন ঘিরে শাস্ত্রমতে বলা হয়, সপ্তমী, রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী, শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী, বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী, বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় গমন হয়ে থাকে।