Astro Tips: হাত থেকে টাকা অকাতরে বেরিয়ে যাচ্ছে? খেতে বসে এই ভুল করাই হতে পারে কারণ Updated: 11 Aug 2025, 04:00 PM IST Sanket Dhar Eating On Bed Astrology: সংসারের জন্য অনেকেই দিন থেকে রাত খাটনি করে পরিশ্রম করেন। কিন্তু তারপরেও উপার্জিত অর্থ নিমেষে খরচ হয়ে যায়। তরতরিয়ে বেরিয়ে যায় হাত থাকে।