বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'খেলা হবে' স্লোগানে রাস্তায় ফুটবল খেলে মহিলা তৃণমূল কর্মীদের চমকপ্রদ প্রচার! তুঙ্গে পুর-ভোট পারদ
Updated: 20 Feb 2022, 09:16 PM IST
লেখক Sritama Mitra
হাতে গোনা কয়েকদিন রয়েছে বাংলায় ১০৮ আসনে পুরভোটের ভ... more
হাতে গোনা কয়েকদিন রয়েছে বাংলায় ১০৮ আসনে পুরভোটের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হতে চলেছে। তার আগে জোর কদমে প্রচারে মেতেছেন প্রার্থীরা। পোস্টার থেকে ব্যানার, এমনকি মিছিলে নজর কাড়ছেন প্রার্থীরা। এমনই এক মিছিল দেখা গেল কালনার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচারে। সেখানে প্রার্থী অনিল বসুর সমর্থনে অভিনব কায়দায় মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় ফুটবল খেলতে খেলতে প্রচার পর্বে যোগ দেয়। শতাধিক মহিলাকে দেখা যায় রাস্তায় নেমে ফুটবলে মেতে উঠতে। সঙ্গে চলে 'খেলা হবে' স্লোগানও।