হাওড়া ব্রিজে তখন চলছে জলকামান। তার সামনে দাঁড়িয়ে গেরুয়া পরিহিত এক বয়স্ক ব্যক্তি। তাঁর হাতে দেশের জাতীয় পতাকা। 'নবান্ন অভিযান' ঘিরে এই ব্যক্তিকে ঘিরে গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। কে এই ব্যক্তি? জানা গিয়েছে তাঁর নাম বলরাম বসু। কী দেখাতে চাইছিলেন সেদিন তিনি হাতের ইশারায়? মুখ খুললেন তিনি। আরজি কর কাণ্ড ঘিরে আন্দোলন রাজ্য জুড়ে। এই আন্দোলন নিয়ে কী বললেন বলরাম বসু?