১৬ বছরেই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বাজিমাত করলেন ভদোদরার এই কন্যে
বয়স মাত্র ১৬। এই বয়সেই বিশ্বের মানচিত্রে দেশের নাম উজ্বল করলেন গুজরাতের ভদোদরা শহরের মেয়ে আয়ুশি ঢোলাকিয়া। সম্প্রতি মিস টিন ইন্টারন্যাশান্যাল প্রতিযোগিতায় সেরার তাজ উঠেছে আয়ুশির মাথায়। প্রথম এশিয় প্রতিযোগী হিসাবে এই বিরল কৃতিত্বের নজির গড়েছেন আয়ুশি। 'ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত', জানালেন আয়ুশি।