বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: ২৮৬ দিন পর পৃথিবীতে পা দিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা, উচ্ছ্বসিত এদেশও
Video: ২৮৬ দিন পর পৃথিবীতে পা দিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা, উচ্ছ্বসিত এদেশও
Updated: 19 Mar 2025, 04:07 PM IST Laxmishree Banerjee দীর্ঘ ৯ মাস আটকে ছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসা নিয়মিত আপডেট দিয়ে জানিয়েছে যে ঠিক আছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী সুনীতা উইলিয়ামস। তবুও, কল্পনা চাওলার দুর্বিষহ পরিণতির কথা মনে করে চিন্তায় ছিল সারা বিশ্ব। অবশেষে সে চিন্তার মেঘ কেটে ভোর হল। বুধবার ভোর নাগাদ ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযানে চেপে ফ্লোরিডার সমুদ্র উপকূলে অবতরণ করেছেন সুনীতা। আতশবাজি ফাটিয়ে এই খুশির দিন সেলিব্রেট করেছেন সুনীতা উইলিয়ামসের জন্মস্থান গুজরাটের ঝুলাসনের বাসিন্দারা। ৯ মাস স্পেস স্টেশনে আটকে থাকার পর সুনীতার পৃথিবীতে ফিরে আসার আনন্দে আত্মহারা তাঁর খুড়তুতো ভাই দীনেশ রাওয়াল।