আশিক কুরিয়ানের চোটের পর এশিয়াডের জন্য লিস্টন কোলাসোকে ছাড়বে তো মোহনবাগান? সেই প্রশ্নই জোরদারভাবে উঠতে শুরু করেছে। মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো যা ইঙ্গিত দিয়েছেন, তাতে কোলাসোকে ছাড়ার সম্ভাবনা কম। আর ফেরান্দোর এরকম মনোভাবের নেপথ্যে আছে আশিকের চোট। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -