ঝগড়ার পর রাস্তায় গতিতে এসে বাইককে ধাক্কা স্কর্পিওর! হাড়হিম করা ফুটেজ ভাইরাল
রাস্তায় চলন্ত গাড়ির ধাক্কা ঘিরে এক হাড়হিম করা দৃশ্য এদিন ভাইরাল হয়েছে। এই ছবি দিল্লির রাস্তার। সেখানে একটি স্কর্পিও গাড়ির চালকের সঙ্গে বাইক আরোহীর ঝগড়া হতে দেখা যাচ্ছে। অনেক ক্ষণ ধরেই চলছিল কথা কাটাকাটি। এরপর বাইক আরোহী খানিকক্ষণ কথার পর বাইক নিয়ে এগিয়ে যান। এদিকে, তারপরই দেখা যায় পিছন থেকে ওই স্করপিও গাড়িটি এসে সোজা বাইককে ধাক্কা মারে। মুহূর্তে রাস্তায় পড়ে যান আরোহী। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনা ঘিরে বাইক আরোহীর তরফে অভিযোগ গ্রহণ করেছে। আপাতত ওই গাড়ির চালককে খোঁজা হচ্ছে।